
স্টার নিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। উদ্বেগের বিষয় হলো- কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির জন্য জায়গা খালি নেই বললেই চলে। বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালগুলোতে যথাসাধ্য সিট বাড়ানো হয়েছে। তারপরও সেগুলো প্রায় পূর্ণ।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় চ্যালেঞ্জ বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সময় হাসপাতালের সিট সংকট নিয়ে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালিক বলেন, সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে এবং একইসাথে আমরা যদি সর্বোচ্চ গতিতে করোনার টিকা দিতে পারি, তাহলে হাসপাতালের ওপর ততটা চাপ থাকবে না। এখনও মানুষের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একটু ধৈর্য ধরতে হবে, চলতি মাসেই দেশে আসছে আরও এক কোটি ডোজ টিকা।
কিছুদিন আগেও একবার হাসপাতালে সিট সংকট নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, হাসপাতালে আর সিটা বাড়ানো সম্ভব নয়। বিকল্প হিসেবে আমরা হোটেল খুঁজছি।
‘আগাম সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। যারা আক্রান্ত হলেও খুব বেশি শারীরিক জটিলতা নেই, তাদেরকে হোটেলে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে হাসপাতালের ওপর চাপ কমবে, ক্রিটিক্যাল রোগীরা ঠিকভাবে চিকিৎসা পাবেন।’