
স্টার নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০ বছর ধরে যুদ্ধের পর আফগানিস্তানের যে ভাগ্য নির্ধারণ করা হয়েছে তাতে রাশিয়াসহ বড় প্রতিপক্ষ দেশগুলো পশ্চিমাদের সমাধানমূলক কর্মকাণ্ডকে দুর্বল বলে মনে করছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস একথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখল ইস্যুতে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মাঝেই এই মন্তব্য করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।
রয়টার্স বলছে, দীর্ঘ দুই দশকের আফগান যুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। খরচ হয়েছে লাখ লাখ কোটি মার্কিন ডলার। কিন্তু এরপরও মাত্র দশদিনের জোরদার হামলায় পুরো আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান।
এছাড়া আতঙ্কিত ও বিপদগ্রস্থ আফগানদের বিপদে ফেলে রেখেই দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আর এখন বিমানে করে নিজেদের কূটনীতিকসহ অন্যদের ফিরিয়ে নিতে কার্যত চিৎকার করছে পশ্চিমা দেশগুলো।
বিবিসি’কে বেন ওয়ালেস বলেন, ‘একটি বিষয় আমাদের জন্য খুবই অস্বস্তিকর যে, বিশ্বে যে পরিস্থিতি এখন বিরাজ করছে, সেখানে পশ্চিমা দেশগুলোর করা সমাধানমূলক কাজকে প্রতিপক্ষ দেশগুলো দুর্বল মনে করে।’
তিনি আরও বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের সবারই চিন্তিত হওয়া উচিত। যদি পশ্চিমা দেশগুলোর করা এসব সমাধানমূলক কাজ ফলপ্রসূ না হয়ে ব্যর্থ হয়, বিপর্যয় ডেকে আনে; তাহলে রাশিয়ার মতো আমাদের প্রতিপক্ষ দেশগুলো উৎসাহ পাবে।’
ব্রিটেনের আশঙ্কা, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার এবং সঙ্গে সঙ্গেই তালেবান দেশটির ক্ষমতা দখল করায় আফগান ভূখণ্ডে ফের জঙ্গিগোষ্ঠী আল কায়েদার উত্থান হতে পারে।