
স্টার নিউজ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল, হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এবার জানাজার নতুন সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা। এরপর ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হোসাইন ইদরিস। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন হুজুরের জানাজায় অংশ নিতে। অনেকেই ফোন করে অনুরোধ করছেন জানাজায় অংশ নেওয়ার জন্য। দূর থেকে আসা এসব মানুষের কথা বিবেচনায় নিয়ে জানাজার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।এর আগে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় এই আলেম। শারীরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ সংবাদ মাধ্যমকে জানান, আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে গত বুধবার সন্ধ্যার পর থেকে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
