সৌদির সাথে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টার নিউজ ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার(১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সমঝোতা সই হয়। যে দুইটি বিষয়ে সমঝোতা সই হয়েছে, সেগুলো-বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই। এছাড়া দুই দেশের মধ্যে কাস্টমস সহযোগিতা চুক্তি সই হয়।
এর আগে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুইটি সমঝোতা স্মারক সই হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকা এসেছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।