আপনার একা নন, ইউক্রেনের জনগণকে সফররত ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী

স্টার নিউজ ডেস্ক:
রাশিয়ার আগ্রাসনের ২০ দিনের মাথায় ইউক্রেন সফরে গেলেন তিন দেশের প্রধানমন্ত্রী। রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের নেতারা। বৈঠক শেষে ব্রিফিং করেন তারা।
চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, আপনি আপনার জীবন, আপনার স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি যে আপনি আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়াই করছেন।
তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহসের প্রশংসা করি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইউক্রেনের মানুষের পাশে সবসময় থাকবে ইউরোপ।
স্লোভেনিয়ান প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, আপনারা একা নন। আপনাদের লড়াই আমাদের লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হবো। সূত্র: বিবিসি