বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, জনগণকে কিছুটা স্বস্থি দিতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে

স্টার নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না, বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখবেন (দলের নেতাকর্মীদের) যে- বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।’
জনগণকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের দাম এখন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
৫ আগস্ট জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়ায় সরকার। যার ফলে পরিবহন ভাড়া, পণ্যের দাম এবং কারখানার খরচে বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পেতে থাকে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সেদিন ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বর্তমানে দেশের অন্যতম আলোচিত বিষয় যা ইতোমধ্যে চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলেছে, এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।
এরপর ২৮ আগস্ট, পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য ডিজেলের উপর ১০ শতাংশের এর বেশি আমদানি শুল্ক কমায় সরকার। পরের দিন জ্বালানি মন্ত্রণালয় ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা কমায়।