কাজাখ রাজধানী আস্তানায় বুধবার পুতিন-এরদোয়ান বৈঠক

স্টার নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার কাজাখ রাজধানী আস্তানায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এক তুর্কি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। ইউক্রেনের সংঘাতের সময় তুরস্ক নিরপেক্ষ থেকেছে। কৃষ্ণ সাগরের তীরবর্তী দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।