
স্টার নিউজ ডেস্ক:
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে পেরু। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহিংসতা বন্ধে এই ঘোষণা দেন বলে আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। এর জেরেই দেশটির সরকার বুধবার গতকাল বুধবার জরুরি অবস্থা জারি করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থকদের সহিংস বিক্ষোভে লাগাম দিতে সেনা মোতায়েন করা হচ্ছে। বিক্ষোভে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা বেশ সংখ্যক বিমানবন্দর এবং রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন।
আল-জাজিরা বলছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওতারোলা গতকাল বুধবার থেকে ৩০ দিনের নতুন ব্যবস্থার কথা ঘোষণা দেন। তিনি দেশটিতে আন্দোলন ও সমাবেশের স্বাধীনতা স্থগিত করার কথা জানান। সেইসঙ্গে নাশকতা ও সহিংসতার রুখতে কারফিউ জারির কথাও বলেন।
গত ৭ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন পেদ্রো কাস্তিলো। তাকে ক্ষমতা থেকে হটানোর পর গ্রেপ্তার করা হয়। এর পরই দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে।
এর জেরে পেদ্রোর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করে। মুহূর্তেই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এতে করে চরম রাজনৈতিক সংকটে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।
