রাশিয়া শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসায় ফের হুমকির মুখে গম-সার আমদানি

স্টার নিউজ ডেস্ক:
রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে এসেছে । গত সোমবার রাশিয়া জাতিসংঘকে জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে চুক্তিটি আর নবায়ন করবে না। এতে বড় শঙ্কার মধ্যে পড়তে পারে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ।
আমদানিকারকরা বলছেন, এ চুক্তি নবায়ন না হওয়ায় গম, ভুট্টা, সয়াবিন, বার্লি, সূর্যমুখী তেলের পাশাপাশি সার আমদানি ব্যাহত হবে। সবচেয়ে সমস্যা হবে গম ও সার আমদানিতে। দেশে গমের চাহিদার প্রায় ৪০ শতাংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। সার আমদানির বড় অংশ রাশিয়া, ইউক্রেনসহ বেলারুশনির্ভর।
সোমবার (১৭ জুলাই) চুক্তি স্থগিতের পরপরই আন্তর্জাতিক বাজারে গমের দাম টনপ্রতি ১০ থেকে ১৫ ডলার বেড়েছে বলে জানা যায়। একদিনের ব্যবধানে প্রতি টন গমের দাম ২৫০ ডলার থেকে বেড়ে ২৬০-২৬৫ ডলারে উঠেছে।
গত বছরের জুলাই মাসে কৃষ্ণসাগর শস্য চুক্তি হয়েছিল। যাতে রাশিয়া ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানির অনুমতি দেয়। চুক্তিটি প্রতি দুই মাস পরপর নবায়নের কথা ছিল। গত সোমবার শেষ দফায় এর মেয়াদ শেষ হয়, যা আর নবায়ন হয়নি। রাশিয়ার দাবি, চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত পূরণ করা হয়নি।