
স্টারনিউজ ডেস্ক:
কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ভাসছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ। ওই অঞ্চলের চারটি দেশে বন্যায় কমপেক্ষ ১০৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরো ১ হাজার ৩০০ মানুষ। বন্যাকবলিত দেশগুলো হলো- জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, এসব দেশের মধ্যে কেবল জার্মানিতেই এখন পর্যন্ত মারা গেছে ৯৩ জন। দেশটিতে নিখোঁজ থাকা ১ হাজার ৩০০ মানুষের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। অন্য তিন দেশের মধ্যে বেলজিয়ামে ১২ জনের মৃত্যুর তথ্য মিলেছে।এ ছাড়া লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে জার্মান আবহাওয়া অফিস আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের নৌযান চলাচল।জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবচেয়ে বেশি মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কোলন শহরে। সেখানকার প্রায় দেড় লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। উদ্ধার অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুজন দমকল কর্মী। এখনো অনেক স্থানে উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার দিন-রাত প্রচণ্ড বৃষ্টি হওয়ায় রাইন ও মোজেল নদীর পানি হঠাৎ করেই বেড়ে যায়। এতে খরস্রোতা নদী দুটির পাহাড়ি শাখা নদীগুলোর কূল উপচে আশপাশের ছোট শহরগুলো প্লাবিত হয়। বাসিন্দারা কিছু বুঝে উঠার আগেই নদীর পানি ঢুকে পড়ে রাস্তা ও বাড়ি-ঘরে।
