আজ থেকে ট্রেনের বাড়তি ভাড়া , কোন রুটে কত

স্টার নিউজ ডেস্ক:
দূরত্ব ও সেকশনভিত্তিক রেয়াত প্রত্যাহার করায় ট্রেনের ভাড়া বেড়েছে। আজ শনিবার (৪ মে) থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই।
বুধবার (২৪ এপ্রিল) থেকে শনিবারের আসন বিক্রি শুরু হয়েছে। কারণ, ট্রেন ভ্রমণের ১০ দিন আগে অগ্রিম আসন বিক্রি করে থাকে বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীরা জানান, বর্তমানে সবকিছুর দাম বাড়ছে। মানুষের ওপর জুলুম হচ্ছে। আবার এদিকে ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। সাধারণ যাত্রীরা টিকিট পায় না।
রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রেলসেবার মান উন্নয়ন করা সম্ভব নয়। রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে। এই সুবিধা প্রত্যাহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন তালিকা অনুযায়ী আজ থেকে
ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা এক্সপ্রেস ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৩৪৫ টাকা থেকে বেড়ে হবে ৪০৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) আসনের ভাড়া ৬৫৬ টাকা থেকে বেড়ে হবে ৭৭৭ টাকা।
ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ১৫০ টাকা থেকে বেড়ে হবে ১৬০ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ২৮৮ টাকা থেকে বেড়ে হবে ৩০৫ টাকা।
ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৪০ টাকা থেকে বেড়ে হবে ৪০৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শেণির ভাড়া ৬৫৬ টাকা থেকে বেড়ে হবে ৭৭১ টাকা।
ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২৭৫ টাকা থেকে বেড়ে হবে ৩১০ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫২৪ টাকা থেকে বেড়ে হবে যথা ৫৯৩ টাকা।
ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩২০ টাকা থেকে বেড়ে হবে ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৬১০ টাকা থেকে বেড়ে হবে ৭১৯ টাকা।
ঢাকা-মোহনগঞ্জ রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২২০ টাকা থেকে বেড়ে হবে ২৫০টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৪২৬ টাকা থেকে বেড়ে হবে ৪৭২ টাকা।
ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৫০০ টাকা থেকে বেড়ে হবে ৬২৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯৫৫ টাকা থেকে বেড়ে হবে ১১৯৬ টাকা।
ঢাকা-লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৫০৫ টাকা থেকে বেড়ে হবে ৬৩৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯৬৬ টাকা থেকে বেড়ে হবে ১২১৪ টাকা।
ঢাকা-রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন ৫০৫ টাকা থেকে বেড়ে হবে ৬৩৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯৬৬ টাকা থেকে বেড়ে হবে ১২১৪ টাকা।
ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪২৫ টাকা থেকে বেড়ে হবে ৫১২টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৮১০ টাকা থেকে বেড়ে হবে ৯৭৫ টাকা।
ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ভাড়া ৫১০ টাকা থেকে বেড়ে হবে ৬৪৫ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯৭২ টাকা থেকে বেড়ে হবে ১২৩৭ টাকা।
ঢাকা-চিলাহাটি রুটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৯৫ টাকা থেকে বেড়ে হবে ৬২০ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯৪৯ টাকা থেকে বেড়ে হবে ১১৮৫ টাকা।
ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৮০ টাকা থেকে বেড়ে হবে ৬০০ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৯২০ টাকা থেকে বেড়ে হবে ১১৫০ টাকা।
ঢাকা-ভূঞাপুর রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২৬০ টাকা থেকে বেড়ে হবে ২৯৫ টাকা  ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৪৯৫ টাকা থেকে বেড়ে হবে ৫৭০ টাকা।
ঢাকা-দেওয়াগঞ্জ রুটে তিস্তা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২২৫ টাকা থেকে বেড়ে হবে ২৫০ টাকা ও
এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৪২৬ টাকা থেকে বেড়ে হবে ৪৭৬ টাকা।
এ ছাড়া শোভন চেয়ার ও এসি চেয়ার বাদে সব আন্তঃনগর ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে এসি সিট ও বার্থ এবং প্রথম শ্রেণির সিট ও বার্থ আসনের ভাড়াও আনুপাতিক হারে বেড়েছে।
এর আগে সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহনে প্রদত্ত রেয়াত প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব প্রকার যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আজ ৪ মে থেকে কার্যকর করা হবে।