দক্ষিণ আফ্রিকার বোলিং ঝড়ে চুরমার, শ্রীলঙ্কা অলআউট ৭৭ রানে

স্টার নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মাত্র ৭৭ রানে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা।
নরকিয়া, বার্টমান, মহারাজদের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা।
ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার কুশাল মেন্ডিজও ৩০ বল মোকাবেলায় তুলতে পেরেছেন মাত্র ১৯ রান। এটাই লঙ্কানদের আজকের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর চলেছে কেবল আসা-যাওয়ার মহড়া। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ দলটির চার ব্যাটার ফিরেছেন শূন্য রানে।
এনরিখ নরকিয়া নিয়েছে চার উইকেট। কাগিসো রাবাদা ও কেশব মহারাজ নিয়েছেন দুইটি করে উইকেট।