ব্রিটেনে লেবার পার্টির সরকারে জায়গা পেলেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক

স্টার নিউজ:
দেশটির পার্লামেন্ট নির্বাচনে রুশনারা আলী এবার পঞ্চমবারের মতো আর টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। বাংলাদেশী বংশোদ্ভূত আফসানা বেগম ও রূপা হকও এবার একই দলের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চরম ভরাডুবি হয়েছে এবং ৪১২টি আসন পেয়ে সরকার গঠন করেছেন মি.স্টারমারের দল।
দীর্ঘ চৌদ্দ বছর পর স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে লেবার পার্টি। ইতোমধ্যে মি. স্টারমার তার মন্ত্রীসভা গঠন করেছেন। সরকার গঠনের জন্য দরকার ছিলো পার্লামেন্টের ৩২৬ আসন। যুক্তরাষ্ট্রের হাউজিং, কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি (আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়)’র পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অফ স্টেট পদ পেয়েছেন দেশটির পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। মিজ আলী এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হলেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। আরেক বাংলাদেশী বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকও এবারের নির্বাচনে জয়লাভের পর ব্রিটিশ সরকারে পদ পেয়েছেন। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী টিউলিপ সিদ্দিকের পদের নাম পার্লামেন্টারি সেক্রেটারি (ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার)। সাধারণত অর্থমন্ত্রণালয়ের অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর থাকে এবং তারই একটির নেতৃত্বে থাকছেন টিউলিপ।