এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ২০২১

স্টার নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১ম ধাপের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
একই সাথে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখা ও শিক্ষকদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিশদ নির্দেশনা প্রদান করেছে। ১৮ জুলাই অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোঃ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এসএসসি পরীক্ষা ২০২১ এর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালের এসএসসি পরীক্ষা, সম্প্রতি প্রকাশিত পুনঃবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে পারেন নিজের প্রতিবেদন থেকে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিভাগ ভিত্তিক (গ্রুপ ভিত্তিক) নৈর্বাচনিক তিন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করতে হবে না। এই বিষয়গুলোতে পরীক্ষার্থীর বিগত জেএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলাফল মূল্যায়ন করা হবে।
করোনা সংক্রমনের উর্দ্ধগতির কারণে, এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলে, এই অ্যাসাইনমেন্ট ও বিগত পরীক্ষার ফলাফলের উপর শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন করা হবে।চলতি সালের এসএসসি পরীক্ষার ফলাফল অনেকটা নির্ভর করবে, পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ফলাফলের উপর। তাই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, নৈর্বাচনিক বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট জমাদান খুবই গুরুত্বপূর্ণ। বিডি এডুকেশন কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গুরুত্বপূর্ণ বিবেচনা করে, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করবে। শিক্ষা অধিদপ্তরের প্রতি সপ্তাহের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের পিডিএফ (PDF) কপি প্রকাশ মাত্রই, এই প্রতিবেদন থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।