
পারভেজ চৌধুরী: আজকে থিয়েটার ইনস্টিটিউটে ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ নিয়ে বটবাহিনী তামাশা করছেন এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করছেন তাদের জন্য পুরো ভিডিও ক্লিপটা এখানে দেওয়া হল। মাননীয় মেয়র মহোদয় ডাঃ শাহাদাত হোসেন কতটুকু আন্তরিকতার সহিত রিকোয়েস্ট এবং শান্তভাবে জুলাই যোদ্ধাদেরকে শান্ত থাকার অনুরোধ করেছেন তা ভিডিওতে দেখতে পাবেন, সন্তান ও অভিভাবক ফোরাম কোন ভুল করে থাকলে তার দায়বার তো প্রধান অতিথি নিতে পারেনা, এটা ফোরামের সমস্যা ছিল, কিন্তু একটি মহল উৎপেতে ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এবং তারা ১০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে নিজেদেরকে সফল মনে করলেও, জাতি এই পুরোপুরি ভিডিওটি দেখে উপলব্ধি করতে পারবে এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
আমরা জুলাই যোদ্ধা না শুধু, আমরা গত ১৬টি বছর এই রাজপথে থেকে হারিয়েছি পরিবার, হারিয়েছি ভাই, হারিয়েছি আপনজন, এ হারানোর ব্যথা আমরা সকলেই বুঝি, আমরা প্রতিটা জুলাই-আগস্ট যোদ্ধাকে সম্মান করি তাদের আত্মত্যাগ এ জাতি কখনও ভুলবে না।
ডাঃ শাহাদাত হোসেন নিজের ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে এবং কর্মীদের আত্মত্যাগের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বৈধ মেয়র নির্বাচিত হয়েছেন এখানে কেউ কোনো ভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করেনি।
