চন্দনাইশের ধোপাছড়ির প্রধান সড়ক বেহাল অবস্থা

পারভেজ চৌধুরী : চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের একমাত্র প্রধান সড়কটি আজ সম্পূর্ণরূপে বেহাল দশায় পৌঁছেছে। এই সড়কটি শুধু ধোপাছড়ির নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোর মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, রোগী আনা-নেওয়া, স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন যেন একেকটা গর্তের সিরিজ – কোথাও পিচ নেই, কোথাও কাদা, কোথাও আবার পানিতে ডুবে থাকে ঘণ্টার পর ঘণ্টা।বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে।দ্বিগুণ পানিতে ভরে যায় রাস্তাগুলো, ছোট গর্তগুলো গভীর খাদে পরিণত হয়, আর এর মধ্য দিয়েই ভ্যান, মোটরসাইকেল, সিএনজি ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। এই সড়ক দিয়ে একজন প্রসূতি যখন হাসপাতালে যান, তখন তাঁর পরিবারের বুক কাঁপে । অথচ এতদিনেও এই রাস্তাটির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি পড়েনি!