
পারভেজ চৌধুরীর:
আপনারা জানেন ফয়সালের ক্যান্সার শনাক্ত হয়েছে মাস দুয়েক হয়েছে। তাঁর বাবা মো.শফির তেমন সহায় সম্পত্তি নেই, কোন রকমে পরিবার চালায়। এই ব্যয় বহুল চিকিৎসা তার জন্য প্রায় অসম্ভব ছিলো। শঙ্খ টাইমসে তাঁর ক্যান্সার শনাক্তের কথা প্রকাশিত হলে এলাকার অনেক স্বহৃদয় মানুষ সাড়া দেন। এতে তাঁর পরিবার চিকিৎসার স্বপ্ন দেখে। ইতোমধ্যে চট্টগ্রাম শহরের ক্যান্সার বিশেষজ্ঞদের দেখানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী দেশ বিদেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সবার পরামর্শক্রমে ভারতের চেন্নাইয়ে তার চিকিৎসার কথা ঠিক করে। তবে পাসপোর্ট ও ভিসা জটিলতায় প্রায় একমাস বিলম্ব ঘটে। গত সোমবার ভিসা হাতে পাওয়ার পর আজ বৃহস্পতিবারের টিকিট নিশ্চিত করা হয়। সেই হিসেবে আজ ১১.২০ মিনিটের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।
আপনারা ফয়সালের চিকিৎসা সহায়তায় অনেকে এগিয়ে এসেছেন। তার পরিবারের সাথে সবসময় কথা হচ্ছে, সর্বশেষ কথা বলে জানা যাই তারা প্রায় ৭ লাখ টাকার কাছাকাছি সহায়তা পেয়েছে। ইতোমধ্যে চিকিৎসা, পরীক্ষা নীরিক্ষা, ভিসা ও টিকিটে প্রায় ২ এর উপরে টাকা খরচ হয়ে গেছে, এখন বাকি টাকা নিয়ে চেন্নাই রওনা হয়েছে। ওখানে কত টাকা লাগবে তা এমুহূর্তে জানা নেই, তবে চিকিৎসা শুরু হলে সবটা জানা যাবে। আপনারা অনেকে তাঁর চিকিৎসার খোঁজ খবর জানতে চান, সেই জন্য একটু বিশদ জানানো।
মিনহাজ উদ্দিন ফয়সালের বয়স ২৩/২৪, টগবগে যুবক। সামনে একটা সুন্দর জীবন আছে। প্রত্যেক মানুষই সুস্থভাবে বাঁচতে চাই। ফয়সালের চোখেমুখেও তা স্পষ্ট। তাঁর মানসিক দৃঢ়তা দেখি। আশাকরি সঠিক চিকিৎসা পেলে তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
সবার আর্থিক, মানসিক ও কায়িক সহায়তা মহান আল্লাহ কবুল করুন। তাকে পরিপূর্ণ সুস্থতা দিন, আমিন।
