
স্টার নিউজ ডেস্ক:
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। প্রায় প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। শোবিজ অঙ্গনের অনেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কেউ কেউ। এবার এই মহামারিতে আক্রান্ত হলেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ৩১ জুলাই (শনিবার) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন। ফারুকী বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’
করোনা আক্রান্ত হলেও ফারুকীর মধ্যে কোনো জটিলতা নেই এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী তিশা। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় আইসোলেশনে রয়েছেন এই নির্মাতা।
এদিকে গত ২৬ জুলাই ফারুকী জানান, তিনি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তবে টিকা নেওয়ার পরও যে কেউ আক্রান্ত হতে পারে বলে সম্ভাবনার কথাও জানান তিনি।
টিকা দেওয়া নিয়ে ফেসবুকে ফারুকী লেখেন, ‘এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেওয়া মানেই কিন্তু আপনি নিরাপদ, তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ! তাই স্বাস্থ্য বিধি মেনে চলেন! ঘরে থাকেন। ’