
স্টার নিউজ ডেস্ক:
কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার পর নিজেদের সন্ত্রাসবাদ বিষয়ক বিবৃতিতে সংশোধন এনেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজাধানী কাবুল তালেবান দখলে চলে যাওয়ার এক দিন পর সন্ত্রাসবাদবিরোধী একটি বিবৃতি দিয়েছিল নিরাপত্তা পরিষদ। বিশ্বের অন্যান্য দেশের প্রতি তালেবানগোষ্ঠীকে সমর্থন না করার আহ্বান জানিয়ে ১৬ আগস্টের ওই বিবৃতিতে বলা হয়েছিল, ‘আফগানিস্তানে তালেবান বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষমতাসীন হওয়াকে সমর্থন না জানতে বিশ্বের দেশসমূহকে আহ্বান জানানো হচ্ছে।’
শনিবার (২৮ আগস্ট) এক টুইটে সৈয়দ আকবরউদ্দিন জানান, নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে তালেবান শব্দটি আর দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “ ‘টি’ অধ্যাক্ষরের শব্দটি নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে হারিয়ে গেছে।”
গত ১৫ আগস্ট কাবুলে দখল নেওয়ার পর সরকার গঠনে তোড়জোড় শুরু করা তালেবান বাহিনী আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিনা- তা নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক বিশ্ব। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে জানিয়েছে, ইইউ তালেবান বাহিনীকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশসমূহ জানিয়েছে, আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিক ও তালেবান বাহিনীর রোষের ঝুঁকিতে থাকা আফগানদের প্রত্যাহার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তালেবান বাহিনীর সাম্প্রতিক কার্যক্রম বিচার-বিবেচনা করে তাদের স্বীকৃতির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে তুরস্ক, পাকিস্তান ও অন্যান্য কয়েকটি দেশ রাশিয়ার প্রস্তাব সমর্থন করেছে।
তবে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারত যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ। গত ১৯ আগস্ট এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘আমাদের মূল মনোযোগ এখন আফগানিস্তানে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। তার পরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে যুক্তরাষ্ট্র ও ভারত- উভয়দেশই হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। তালেবান বাহিনী ক্ষমতা দখল করায় এই বিনিয়োগের ভবিষ্যত নিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে আছে দেশ দু’টি।
এদিকে, চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার দায়িত্ব পেয়েছে পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য ভারত। পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন।
সূত্র : এনডিটিভি অনলাইন
