
স্টার নিউজ ডেস্ক:
তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে কোনোভাবেই ভুলবার্তা দিতে পারে না যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে সমর্থন করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন তাইপেকে ‘ভুল বার্তা’ দিচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সোমবারের ভার্চুয়াল বৈঠকের আগেই এমন হুঁশিয়ারি এলো বেইজিংয়ের পক্ষ থেকে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। যদিও প্রতিবদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সম্প্রতি তাইওয়ানে মার্কিন আইনপ্রণেতাদের সফর এবং তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে বেইজিংয়ের যুদ্ধবিমান পাঠানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে ওই অঞ্চলে। চীন চলতি বছর ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক যুদ্ধ বিমান পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে তাইপে। তবে যেকোনও আক্রমণ থেকে তাইপেকে রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই্ওয়ানকে নিজেদের স্বায়ত্বশাসিত দ্বীপ বলে দাবি করে আসছে বেইজিং। দ্বীপটির স্বাধীনতাপন্থীদের উসকানি না দিতে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আসছে দেশটি। এরপরও তাইওয়ানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাইডেন প্রশাসন।