ভারতে প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

স্টার নিউজ ডেস্ক:
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, বিপিন রাওয়াতকে নিয়ে যাওয়ার সময়ে তামিলনাডুতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, জেনারেল রাওয়াত সহ ১৪ জন ছিলেন ওই এম আই ১৭ হেলিকপ্টারটিতে।
তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং চারটি মৃতদেহও পাওয়া গেছে বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে।
কিন্ত মি. রাওয়াতের কী অবস্থা, তা জানায় নি বিমানবাহিনী।
হেলিকপ্টারে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছিলেন বলে জানা যাচ্ছে।
শৈল শহর ঊটির কাছে দুর্ঘটনাটি ঘটে যখন সুলুর বিমানঘাটি থেকে ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস কলেজের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি।
প্রথমবারের মতো ভারতে চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করে বিপিন রাওয়াতকে নিয়োগ দেয়া হয়।
সেনাপ্রধানের পদ থেকে অবসর গ্রহণের পর ২০২০ সালের পহেলা জানুয়ারি তিনি ওই পদের দায়িত্ব গ্রহণ করেন।

সুত্র: বিবিসি