
স্টার নিউজ ডেস্ক:
জাপানের মহাশূন্য এজেন্সির আগামী বছরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়তো সহায়ক হতে পারে, এরকম কিছু শিক্ষা গ্রহণ করেছেন উৎসাহী ভবিষ্যৎ নভোচারীরা। জাপান মহাশূন্য গবেষণা এজেন্সি বা জাক্সা ১৩ বছরের মধ্যে প্রথমবার নভোচারী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে এবং ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে। এর আগের পরীক্ষার জন্য জাক্সা’র সাবেক মহাসচিব ছিলেন ইয়ানাগাওয়া কোজি। ভবিষ্যৎ নভোচারীদের আমন্ত্রণে রবিবার তিনি টোকিও’তে এক সেমিনারে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা হয় প্রত্যক্ষভাবে নয় অনলাইনে তার বক্তব্য শোনায় অংশ নিতে সক্ষম হন। ইয়ানাগাওয়া ইঙ্গিত দেন, এর আগের পরীক্ষার আবেদনকারীদের প্রাথমিকভাবে তিন পর্যায়ে বিভিন্ন বিভাগে মূল্যায়ন করা হয় যেমন, একটি ইংরেজি পরীক্ষা এবং একটি মেডিকেল বা শারীরিক পরীক্ষা। তিনি এও ব্যাখ্যা করে বলেন, আত্ম-পরিচয় এবং আবেদন করার কারণ অবশ্যই এমনভাবে লিখতে হবে যেন তা সংক্ষিপ্ত হয় এবং সেই সাথে গভীর ছাপ ফেলে। ইয়ানাগাওয়া বলেন, আসন্ন পরীক্ষায় পাশ করা লোকজন একটি চন্দ্র গবেষণা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বলেন, সমাজের জন্য ঠিক কোন ধরনের উপকারী বিষয় বা জ্ঞান নিয়ে মিশনের পরে তারা পৃথিবীতে ফিরে আসতে সমর্থ হবেন, আবেদনকারীদের সেই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
