
স্টারনিউজ ডেস্ক: জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। চিলিকে হারিয়ে কোপ আমেরিকান কাপে সেমিফাইনালে তেতের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা। ম্যাচের প্রায় অর্ধেক সময় দশ জনের ব্রাজিলকে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি চিলি। চলতি কোপায় দুরন্ত ছন্দে রয়েছে ব্রাজিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকে তুলনামুলকভাবে কিছুটা আক্রমাণাত্মক খেলতে দেখা যায় চিলিকে। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভার্গাসের শট প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। এই আক্রমণের পর ব্রাজিল কিছুটা নড়েচড়ে বসে। ১৫ মিনিটের মাথায় রিচার্লিসন বল ধরে প্রতিআক্রমণে উঠেন এবং দুরপাল্লার শট নেন। যদিও বল সরাসরি চলে যায় ব্র্যভোর কাছে। ম্যাচের ২৭ মিনিটের মাথায় ভার্গাসের শট আবার প্রতিহত করেন এডারসন। প্রথমার্ধের শেষে কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিল কোচ আক্রমণে চাপ বাড়ানোর জন্য ফির্মিনোর জায়গায় পাকুইতাকে মাঠে আনেন।ফলস্বরুপ ২ মিনিটের মধ্যেই অর্থাৎ ৪৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পাকুইতা। চিলির বক্সের মধ্যে বল পেয়ে নেইমারকে পাস খেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন পাকুয়েত। এর দুই মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বল ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন চিলিন উজেনিয়ো মেনা। প্রায় উড়ে এসে তাঁর মুখে পা চালান জেসুস। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের ব্রজিলকে পেয়ে আক্রমনের চাপ বাড়ায় চিলি। ৬২ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে প্রায় একবার গোলও করে দিয়েছিল চিলি, কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেওয়া হয়। বাকি সময়টায় দুদলের কাছেই এগিয়ে যাওয়ার বেশ কয়েকবার সুযোগ আসে কিন্তু কোন দলই গোল করতে পারেনি। ১-০ গোলে জিতেই মাঠ ছাড় ব্রাজিল। সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।