শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিদায় অস্ট্রেলিয়া

স্টার নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কা জিতলে সেমিতে যেত অস্ট্রেলিয়া।
তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে জিততে দেয়নি ইংলিশরা। রুদ্ধশ্বাস ম্যাচে ২ বল বাকি থাকতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারেই ৭০ রান তুলে ফেলেন ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও হেলস। পাওয়ার প্লেতে বাটলার ও হেলসের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর ইংল্যান্ড আর জয়ের মাঝে ছোট যে দূরত্বটুকু ছিল, সেটা বিপদসংকুল করে তোলার চেষ্টা করেছেন শ্রীলঙ্কার তিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা ও লাহিরু কুমারা। তবে তাঁরা সামান্য একটু ভীতিরই শুধু সঞ্চার করতে পেরেছেন ইংল্যান্ডের সমর্থকদের মনে! শেষ পর্যন্ত ম্যাচটি ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
পাওয়ার প্লের পরের ওভারটায় ভালো বোলিং করেন মহীশ তিকসানা, মাত্র ৪ রানই দিয়েছেন। রানের গতি কমে গেছে বলেই কি না, পরের ওভারে হাসারাঙ্গার ওপরে চড়াও হতে যান বাটলার। ফলটা ভালো হয়নি, মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছাকাছি জায়গায় ক্যাচ হয়ে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক। এর আগে হেলসের সঙ্গে ওপেনিংয়ে ৭৫ রানের জুটি গড়েন। জুটিতে তার অবদান ছিল ২৩ বলে ২৮ রান। ইনিংসটিতে তিনি দুটি চারের পাশাপাশি একটি ছয় মেরেছেন।


হাসারাঙ্গা পরের ওভারে এসে তুলে নেন হেলসকেও। আউট হওয়ার আগে ৭ চার ও এক ছয়ে ৩০ বলে ৪৭ রান করেন তিনি। অষ্টম থেকে পঞ্চদশ ওভারের মধ্যে ইংল্যান্ডকে একটা ঝাঁকুনিই দিয়েছিল শ্রীলঙ্কা। এই সময়ে বাটলার ও হেলসসহ তাদের ৫টি উইকেট তুলে নেয় দলটির বোলাররা। এই ৫ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ৩৬ রানের মধ্যে। একটা সময়ে ইংল্যান্ডের জয়ের হিসাবটা ১৫ বলে ১৫ রানের মধ্যে নিয়ে আসে লঙ্কানরা।
এমন সময়েই আউট হয়ে ফেরেন বেন স্টোকসের সঙ্গে জুটি গড়া স্যাম কারেন। তবে এরপর আর কোনো উইকেট পড়তে না দিয়ে শেষ ওভারে গড়ানো ম্যাচে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টোকস ও ওকস। ম্যাচ শেষে স্টোকস দুটি চারে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। আর ওকস করেছেন ৩ বলে অপরাজিত ৪ রান।