চট্টগ্রামের শিশু সাহিত্যিক ফারুক হাসান আর নেই

স্টার নিউজ ডেস্ক:
শিশু সাহিত্য পত্রিকা ‘কথন’র সম্পাদক বিশিষ্ট গীতিকার ও সুরকার ফারুক হাসান আজ ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী-পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ফারুক হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামের হাজী ইকবাল আহমেদ সওদাগরের পুত্র। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা নজির আহমেদ চৌধুরী রোডের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ীতে বসবাস করতেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর আন্দরকিল্লা শাহী জমে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা ও বাদ আছর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য যে গত বছরের ২২ মার্চ তার দ্বিতীয় ছেলে শাকিব এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়। একই মাসে পিতারও মৃত্যু হয়। ফারুক হাসানের অকাল মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টাস সোসাইটির মহাসচিব আ ফ ম বোরহান, দৈনিক নতুন সময়ের চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার একরামুল কাইছার গভীর শোক প্রকাশ করেন।