
স্টার নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনতে চাই। এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।” বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে।” রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের শান্তি ও উন্নয়ন প্রক্রিয়ায়
ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় সই হয়।
ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) রাতে কুয়ালালামপুরে পৌঁছান। তিন দিনের এ সফরে তিনি ব্যবসায়ী ফোরাম, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।