শোকের মাস আগস্টের সব অনুষ্ঠানে র‌্যাবের টহল, মাস্ক বাধ্যতামূলক

স্টার নিউজ ডেস্ক:
জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যা চলতে থাকে মাসব্যাপী। চলতি বছরের শোকের মাস শুরু হয়েছে আজ রোববার থেকে। এ মাসেরই ১৫ আগস্টকে জাতীয়ভাবে পালন করা হয় শোক দিবস হিসেবে। দিবসটির এবারের সব অনুষ্ঠানে অ্যালিট ফোর্স র্যাবের টহল দেবে।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগস্টের সব অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এ ছাড়া করোনাকালীন অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদাতবার্ষিকী পালনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের সভায়। এর মধ্যে রয়েছে- জাতীয় শোক দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা ও বনানী কবরস্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা এবং সেদিন ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা।
ওইদিনের সব অনুষ্ঠানে বনানী কবরস্থানসহ দেশব্যাপী র্যাবের টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকবে। সব অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে অংশ নেন জননিরাপত্তা সচিব, পুলিশের আইজিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানরা। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন কিছু বিপথগামী সেনার হাতে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ১৯৯৬ সালে এই দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে এবার দিবসটি পালিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে।