
স্টার নিউজ ডেস্ক:
একের পর এক প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নেওয়ার পর কাবুলে প্রবেশের দু’দিনের মাথায় প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্রোহী এই গোষ্ঠীর কয়েকজন নেতাকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের শান্তির জন্য সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনও ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। সরকারের কাঠামো নিশ্চিত হলেই ভবিষ্যতে আফগানিস্তান কীভাবে চলবে সেটি পরিষ্কার করা হবে।
দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী আর ক্যামেরার সামনে তালেবানের এই মুখপাত্র বলেন, ‘আফগানিস্তানের স্থিতিশীলতা ও শান্তির জন্য আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা তালেবানের সঙ্গে দেশের সব জনগণকে যুক্ত করতে চাই। শত্রুর বিপক্ষে যুদ্ধের ফল হিসেবে যাদের জীবন গেছে, সেটা তাদের দায়।’
তালেবান সরকারের কাঠামো কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়েছি। তবে সরকারের কাঠামো ঠিক হওয়ার পর সবকিছু পরিষ্কার হবে। কেউ এতে নাক গলাবে না।’
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘সরকার গঠনের পর আমরা ঠিক করবো দেশে কী আইন চলবে। একটা ব্যাপার আমি বলতে চাই, আমরা খুব গুরুত্বের সঙ্গে সরকার গঠনের কাজ করছি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এটা ঘোষণা করা হবে। সব সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে।’
যেসব তরুণ এখানে বেড়ে উঠেছেন, তাদের আমরা যেতে দিতে চাই না। তারা আমাদের সম্পদ। কেউ তাদের দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করবে না, তারা কাদের জন্য কাজ করছেন। তারা নিরাপদে থাকবেন। কেউ তাতে সমস্যার সৃষ্টি করবে না।’
সূত্র: বিবিসি।
