
স্টার নিউজ ডেস্ক:
এ বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খানের। পরিচালক জয়া আখতারের রোমান্টিক কমেডি “আর্চিতে” অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি।
অভিনয়ে সুহানা অবশ্য নতুন নন। তিনি এর আগে লন্ডনে জনপ্রিয় “রোমিও অ্যান্ড জুলিয়েট” নাটকে অভিনয় করেছেন। এছাড়া ১০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র “দ্য গ্রে পার্ট অব ব্লু”তেও অভিনয় করে নজর কেড়েছেন। ২১ বছর বয়সী সুহানার চলচ্চিত্রে আগ্রহ থাকলেও তিনি একজন ফুটবল পাগল।
সুহানার বাবা শাহরুখ খান বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকাদের একজন। ‘কিং খান’ নামে পরিচিত ২৫ বছরের ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।