
স্টার নিউজ ডেস্ক:
গত জুনে ভোজ্যতেল সয়াবিনের দাম লিটারপ্রতি ৪ টাকা ছাড় দিয়েছিল বিপণনকারী কোম্পানিগুলো। সেটি তুলে নেয়ায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে ১৫৩ টাকায়। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সয়াবিন তেলের দাম গত ২৭ মে এক লাফে ৯ টাকা বেড়ে বোতলজাত লিটারপ্রতি দাম ১৫৩ টাকায় ওঠে, যা আগে ছিল ১৪৪ টাকা। পরে ঈদ ও করোনা পরিস্থিতি বিবেচনায় ৪ টাকা ছাড় দেয় ব্যবসায়ীরা। সেই ছাড় তুলে নেয়ায় এবার ১৫৩ টাকা দর কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৭২৮ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১২৯ টাকায়, পাম সুপার তেলের দাম পড়বে ১১৬ টাকা। তবে এ বিষয়ে সরকার বা ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গত ৩০ জুন সয়াবিনের দাম লিটারে ৪ টাকা কমানোর কথা জানিয়েছিল ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পবিত্র ঈদুল আজহা, করোনা পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিচারে তেলের দাম নির্ধারণ করার কথা বলা হয় তখন। এদিন বৈঠকে চিনির দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীরা প্রস্তাব করলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র।