পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান মারা গেছেন

স্টার নিউজ ডেস্ক:

পাকিস্তানের পরমাণু বোমার জনক ও বিখ্যাত বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৫ বছর। রোববার (১০ অক্টোবর) মারা যান তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ডা. আবদুল কাদির খানের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক। তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই সেবার জন্য পাকিস্তান জাতি তার কাছে চিরঋণী। তার মৃত্যুর জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
বার্তা সংস্থা এএপি জানায়, চলতি বছর আগস্টের শেষের দিকে করোনায় আক্রান্ত হন আবদুল কাদির খান। ২৬ আগস্ট তাকে রিসার্চ ল্যাবরোটরিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন ড. আবদুল কাদির খান। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি পাকিস্তানে চলে যান।
পাকিস্তানিদের কাছে জাতীয় বীর হিসেবে পরিচিত পরমাণু কর্মসূচির এই জনক।