
স্টার নিউজ ডেস্ক:
ওজনে কারচুপি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় পেট্রলপাম্পসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (১০ অক্টোবর) ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার।
মহাখালী এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গুলশান সার্ভিস স্টেশনে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে একটি অকটেন ডিসপেন্সিং ৬০ মিলিলিটার কম পাওয়া যায়। এ অপরাধে পেট্রলপাম্পটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ওই এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় ও দই পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ওজন, মূল্য ইত্যাদি উল্লেখ না থাকায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

				
				
				
															




