জামিন হয়নি শাহরুখপুত্রের, হাজতেই থাকতে হচ্ছে

স্টার নিউজ ডেস্ক:
জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান খান। সোমবার (১১ অক্টোবর) তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্যরা কিছু সময় চান আদালতের কাছে। তারপরই বুধবার (১৩ অক্টোবর) পরবর্তী শুনানির দিন ধার্য করে মুম্বাই সেশন আদালত।
গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) মুম্বাই আদালত আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। আদালতের রায় শোনার সঙ্গে সঙ্গে শাহরুখের আইনজীবী আরিয়ানের জামিনের আবেদন করেন।

আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ এদিক ওদিক হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে তদন্ত প্রক্রিয়ায়। গেল শুক্রবার আদালতে এমনই যুক্তি দেখিয়ে তার জামিনের বিরোধিতা করেন বিপক্ষের আইনজীবী অনিল সিং। শুক্রবার নাকচ হয়ে গিয়েছিল শাহরুখ-পুত্রের জামিনের আবেদন।
সেই প্রতিক্ষীত রায় ঘোষণার দিন ছিল সোমবার (১১ অক্টোবর)। হয়তো আরিয়ান ও তার পরিবার আশায় ছিল ঘরে ফিরবে ঘরের ছেলে। কিন্তু তা আর সম্ভব হলো না।