নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রেসক্লাবে সামনে মানববন্ধন

স্টার নিউজ ডেস্ক:
সম্প্রতি প্রয়োজনীয় নিত্যপণ্য ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।
মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই মহামারি-উত্তর সময়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা যখন দিশেহারা, অনেক প্রবাসী খালি হাতে ফেরত এসেছেন, দেশে কর্ম হারিয়ে কিংবা ব্যবসা গুটিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছেন এমন সময়ে একের পর এক সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন দাম বাড়ছে নিত্যপণ্যের। সিন্ডিকেটের কারণে এবং সরকারের নীরব ভূমিকায় মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কৃষকেরাও তাদের পণ্যের উপযুক্ত দাম পাচ্ছেন না।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অতীতে সরকার আলু, পেঁয়াজ, চাল, তেল আর অক্সিজেন সিন্ডিকেটকারীদের শাস্তির আওতায় আনতে পারলে নিত্যপণ্যের দাম বাড়ত না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।