রাসেল নয়, সাকিবেই আস্থা কলকাতার

স্টার নিউজ ডেস্ক:
আজ আইপিএলের ফাইনাল। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা। অন্যদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেমেছে কলকাতা। ফাইনালে সাকিবের বদলে আন্দ্রে রাসেলের খেলার সম্ভাবনা ছিল।
চেন্নাইয়ের বিপক্ষে ১০ ম্যাচে ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে ৩০০ রান করেছেন রাসেল। স্ট্রাইকরেট বিচারে আজকের ফাইনালে স্বাভাবিকভাবেই সাকিবের চেয়ে এগিয়ে তিনি। টি-টোয়েন্টি যে মেজাজে খেলা উচিত, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দল এ ক্ষেত্রে তাকে আদর্শ মেনে থাকে।
এদিকে এলিমিনেটরে ৬ বলে ৯ রানের অপরাজিত ইনিংসে কলকাতার কঠিন ম্যাচ সহজ করেছেন সাকিব। ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও আরব আমিরাতে বল হাতে ভালো করছেন সাকিব। ০/২৮, ০/২৪, ১/১ ও ১/২০-চার ম্যাচে এই স্পেলগুলো তারই প্রমাণ।
যার কারণে ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেলকে বেছে নেয়নি কলকাতা, আস্থা রেখেছে বাংলাদেশি অলরাউন্ডারের ওপরই। শিরোপা জিততে কলকাতা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
পরিবর্তন আসেনি চেন্নাইয়ের একাদশেও। উইনিং কম্বিনেশন ধরে রেখে মহেন্দ্র সিং ধোনির দলও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
কলকাতা নাইট রাইডার্স : ভেঙ্কাটেশ আইয়ার, শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন।
চেন্নাই সুপার কিংস : রুটুরাজ গাইকোয়াদ, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।