
স্টার নিউজ ডেস্ক:
স্কটল্যান্ডের বিপক্ষেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রস্তুতি আশাব্যঞ্জক না হলেও স্কটল্যান্ডের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে।
আর তাই তো বাংলাদেশকে এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে দলটি। শুধু তাই নয় টাইগারদের কটাক্ষও করেছেন স্কটল্যান্ডের কোচ বার্জার। ক্রিকেট বিশ্ব যেখানে বাংলাদেশকে সমীহ করে সেখানে স্কটিশদের কোচ টাইগারদের পাপুয়া নিউগিনি ও ওমানের মতো দলের সঙ্গে তুলনা করেছেন।
আমরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল রাত আটটায় স্কটল্যান্ডের মুখোমুখি টাইগাররা। এ লড়াইয়েই স্কটল্যান্ডের কোচ নিশ্চিতভাবে টের পাবেন তিনি যা বলেছেন তার যৌক্তিকতা কতখানি।
নয়নাভিরাম আল আমরাত স্টেডিয়ামের একাংশে মাউন্টেন রেঞ্জের একাংশ। অন্য পাশে আল আমরাত পাহাড়। দুইয়ের মাঝে মাথা উচুঁ করে দাঁড়িয়ে ওমানের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটির একপাশে স্থায়ী গ্যালারি। সেখানেই খেলোয়াড়দের ড্রেসিংরুম। আরেকে পাশে খোলা জায়গায় অস্থায়ী গ্যালারি করা হয়েছে। সব মিলিয়ে স্টেডিয়ামে তিন হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেজন্য বিশ্বকাপ সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।
আগের ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটি, যার চারটিই বাছাই পর্বে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে একবার হারিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরে, নিজেদের উদ্বোধনী ম্যাচে। হংকং, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের কাছে হারের লজ্জাও পেয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রস্তুতিটাও হয়েছে হতাশার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় মুখ্য বিষয় না হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না। সব পেছনে ফেলে বাংলাদেশ রোববার স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।
শীর্ষ আট দলে থাকতে না পারায় বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ২১ অক্টোবর, পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।