
স্টার নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
১০ জন চিকিৎসক নিয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরকে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এতথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
তিনি আরও জানান, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তবে সেই ব্যথা কমে গেছে। তার অক্সিজেন স্যাচুরেশনও ভালো।তার অ্যাজমা আছে।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।আগামীকাল সকাল ১০ টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।’
উল্লেখ্য, বছর তিনেক আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেসময় তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করোনো হয়েছিল। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।