
স্টার নিউজ ডেস্ক:
ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী লাশ হস্তান্তর করেন।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মরদেহ গ্রহণ করেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে।
এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
