
স্টার নিউজ ডেস্ক:

আজ ২ ফ্রেব্রুয়ারি বাদ আছর সীতাকুণ্ড হাই স্কুল মাঠে আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজের পূর্বে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাযার নামাজে বিএনপি ও আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপজেলা ও থানা প্রশাসন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইসহাক কাদের চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য মুরহুম মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।