
স্টারনিউজ ঢাকা:
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে আটক করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ঢাকা মহানগরের আট বিভাগে মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর বাইরে আটক করা হয়েছে ২৪৯ জনকে। নিয়ম না মানায় আটজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।
লকডাউনে জরুরি সেবার গাড়ি ছাড়া সব ধরনের যান্ত্রিক বাহন চলাচলে নিষেধাজ্ঞা রায়েছে। তা না মানায় ওই সময় পর্যন্ত ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা করে প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নিয়ম না মেনে দোকান খোলা রাখায় দশ মালিকের কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সড়কে গাড়ি এবং পথচারীকে থামিয়ে চলাচলের কারণ জানতে চান। যারা যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে, তাদেরকে সাজা দিয়ে বাকিদের সতর্ক করে দেন তিনি।
সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মত র্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করে বলা হয়, এর বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিধি-নিষেধ ভেঙে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে মামলা দেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে।
