
স্টারনিউজ ডেস্ক:
করোনা মহামারির এই সময় স্মরণকালের রেকর্ড তাপমাত্রায় গত ২৬ জুন থেকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে শীতল দেশ কানাডায়। ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। তার ওপর এবার উষ্ণতার কারণে ছড়িয়ে পড়া দাবানলে সেদেশের একটি গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে। মাত্র ১৫ মিনিটেই ব্রিটিশ কলম্বিয়ার লাইটন ও আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পুড়ে গেছে। পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় মেয়র জেন পোল্ডারম্যান বলছেন, জীবন নিয়ে বের হতে পারায় তিনি ভাগ্যবান। লাইটনে সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে জানিয়ে স্থানীয় কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে গ্রামটিতে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে উদ্ভূত পরিস্থিতিতে লোকজনকে অন্যত্র সরিয়ে দেয়ার নির্দেশ দেন মেয়র পোল্ডারম্যান। ব্রিটিশ কলাম্বিয়ার লিটনসহ সেদেশের বিভিন্ন অঞ্চলে ৪০-৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে তাপমাত্রা। ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচুয়ান, নর্থওয়েস্টার্ন টেরিটোরিস ও ইউকন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানকার দোকানে বহনযোগ্য এয়ার কন্ডিশনার (এসি) ও ফ্যান মিলছে না। খোলা জায়গায় করোনার টিকাদান কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতালগুলো। পশ্চিম আমেরিকায় থাকা ব্রিটিশ কলম্বিয়ায় ৫ দিনে গড়ে ৪৮৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা সাধারণ সময়ে ছিল ১৬৫ জন। উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলেও নতুন নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা।