অবশেষে আফগানিস্তানের বাঘারাম বিমান ঘাঁটি ছাড়লো যুক্তরাষ্ট্র।

স্টারনিউজ ডেস্ক:
আফগানিস্তানের বাঘরাম বিমান ঘাঁটিটি গত ২০ বছর ধরে দখল করে রেখেছে মার্কিন সেনারা। অবশেষে সেখান থেকে চলে গেলো যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সেনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
জানা যায়, বাঘরাম ঘাঁটিটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ হিসেবে ব্যবহার করেছে মার্কিন ও ন্যাটো সেনারা।
তবে এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি ভয়েস অব আমেরিকা।
আফগানিস্তানে আগ্রাসনের ২০ বছরের মাথায় সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনা প্রত্যাহার করে নেওয়ার চুক্তি হয়েছে। সে অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে। তবে, সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে একের পর এক এলাকা।