নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালাল দক্ষিণ কোরিয়া

স্টার নিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সামরিক সহায়তায় দিয়ে এলেও সেই নির্ভরশীলতা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সিউল। প্রতিরক্ষা জোরদারে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চলছে নানামুখী তৎপরতা।
তারই অংশ হিসেবে এবার নিজেদের প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করল দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১৯ জুলাই) প্রথমবারের মতো যুদ্ধবিমানটির সফল পরীক্ষা চালানো হয়। কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই যুদ্ধবিমান প্রায় ৩০ মিনিট আকাশে ওড়ে। দ্বিতীয় প্রজন্মের অত্যাধুনিক এ বিমানটি দেখতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ মডেলের মতো। কেএফ-৩১ মডেলের এ বিমানটিতে ব্যবহার করা হয়েছে প্রটোটাইপ ডিজাইন। ২০২৬ সাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখার পর এর গণ উৎপাদন করা হবে বলে জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে, গত বছরের এপ্রিল মাসে বিমানটির ডিজাইন উন্মোচন করা হয়। এক বছরের বেশি সময় পর অবশেষে সফল পরীক্ষা চালানো হলো। কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বিমানের ডিজাইনে সহায়তা করেছে ইন্দোনেশিয়া।