
স্টার নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, রাব্বীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। তিনি গাইবান্ধা-৭ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফজলে রাব্বী মিয়া নিউইয়র্কে ২২ জুলাই (নিউইয়র্ক সময়) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।