
স্টার নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাজা আজ সকাল জাতীয় ঈদগাহে ময়দানে অনুষ্টিত হয়। এর আগে মরহুমের লাশ আজ সকাল ৮টা ৪০ মিনিটে দেশে এসে পৌঁছেছে।
নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তার লাশ দেশে আসে। এর আগে রোববার স্থানীয় সময় বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস আজ বাসস’কে এ কথা জানান।
তিনি জানান, মরদেহ বাংলাদেশে আনার পর দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। সুপ্রিম কোর্ট থেকে মরহুমের মরদেহ নেয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে বিকেল ৩ টায় তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে ফজলে রাব্বী মিয়ার লাশ।
ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান।
