তাইওয়ানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

স্টার নিউজ ডেস্ক:
তাইওয়ানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর এলাকায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ২ মাত্রার। আর উৎপত্তিস্থল ছিল সমতল থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কয়েকটি ছোট আকারের বাড়ি ধসে পড়েছে। এ ছাড়া ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরও মিলেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
তাইওয়ানের আবহাওয়া বিভাগ বলছে, উপকূলীয় এলাকাসহ ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।