তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও ৪ বিশেষ জাহাজ

স্টার নিউজ ডেস্ক:
স্ব-শাসিত তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও চারটি বিশেষ যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। সোমবার এমন তথ্য দিয়েছে তাইওয়ানি কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার স্পিকারের তাইওয়ান সফরের পর এ স্ব-শাসিত দ্বীপরাষ্ট্রের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৩১ যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর কাল্পনিক মধ্যরেখা অতিক্রম করেছে। এরপর এগুলো তাইওয়ানি বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।’
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘চীনা যুদ্ধবিমানগুলোর মধ্যে জে-১১, জে-১৬ এবং জে-১০ মডেলের পাশাপাশি ওয়াই-৮ সিগন্যাল ইন্টেলিজেন্স প্লেন বা বিমান ছিলো। এছাড়া ছিলো দেশটির কেজি-৫০০ প্রারম্ভিক সতর্কতা বিমান।’
এ স্ব-শাসিত দ্বীপরাষ্ট্রটি একটি টুইটে জানিয়েছে, ‘চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলোকে শনাক্ত করা হয়েছে ইলেকট্রনিক ট্র্যাকিং সরঞ্জাম, টহল বিমান, জাহাজ এবং ভূমিস্থ মিসাইল সিস্টেম দিয়ে।’
মার্কিন আইনসভার স্পিকার ন্যান্সি পেলোসি একটি প্রতিনিধি দলসহ তাইওয়ান সফর সম্পন্ন করার পর থেকে এ দেশটির চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন।
তাইওয়ান ১৯৪৯ সাল থেকে স্ব-শাসিত হলেও চীন একে “বিচ্ছিন্ন প্রদেশ” হিসেবে মনে করে।
সম্প্রতি চীন এ অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ কমিয়েছে। দেশটি ছয়টি পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা স্থগিত করেছে।
সূত্র : তাস, আনাদোলু