হারারে টেস্টে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান, বাংলাদেশের ৭ উইকেট

স্টারনিউজ ডেস্ক:
হারারে টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল। রোববার শেষ দিনে সাকিব-মিরাজরা যদি প্রত্যাশিত মানের বোলিং করতে পারেন তাহলে কাঙ্ক্ষিত জয় পাওয়া সম্ভব। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে স্বাগতিকদের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। আগের ১৯২ রানের লিডের সঙ্গে যোগ করেছেন আরও ২৮৪ রান। সবে মিলিয়ে এই ম্যাচ জিততে রীতিমতো অসাধ্য সাধন করতে হবে জিম্বাবুয়েকে। হারারে টেস্টে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্র ৭ উইকেট। অন্যদিকে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান। শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে।
পরিসংখ্যা বলছে এর আগে কখনোই ২০০ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ১৯৯৮ সালে। পাকিস্তানের বিপক্ষে পেশওয়ারে সেবার অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, গ্রান্ট ফ্লাওয়াররা ১৬২ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিলেন।
নিজেদের প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের দেড়শ রানের সৌজন্যে স্কোর বোর্ডে ৪৬৮ রান তোলে টাইগাররা। পরে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেননি। তাদের ইনিংস থামে ২৭৬ রানে। এতে ১৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অধিনায়ক মুমিনুল হকের দল।