পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির এমপিরা, ৫ জনের আসন শূন্য ঘোষণা

স্টার নিউজ ডেস্ক:

বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাতজন সদস্য। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পার্লামেন্ট কর্তৃপক্ষ।

রবিবার সকালের দিকে বিএনপির পাঁচজন সংসদ সদস্য জাতীয় সংসদ ভবনে গিয়ে  স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ পত্র দিয়েছেন।

এরপর স্পিকার  শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বিএনপির সাতজন সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। তাদের মধ্যে পাঁচজন নিজেরাই এসেছিলেন।

তিনি বলেন, যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন, তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের ব্যাপারে যাচাই-বাছাই করে দেখা হবে যে, তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা, তা সংসদ সচিবালয় খোঁজ নেবে।

তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের কোন আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার কথা রয়েছে।