আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার পুরোপুরি নিশ্চিত নয় বললেন, সিইসি

স্টার নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, একনেকে অনুমোদন না পাওয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার পুরোপুরি নিশ্চিত নয়।
বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ, আদৌ ইভিএম এভেইলেবল হবে কি-না। কতগুলো ইভিএম নির্বাচনে ব্যবহার করতে পারব, সে বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হইনি।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদের সমঝোতা প্রয়োজন। ভবিষ্যতে শান্তিপূর্ণ নির্বাচন হবে–সেটা সবাই চায়। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন, চার্লস হোয়াইটলি, অ্যাম্বাসেডর, হেড অব ডেলিগেশন।